চলছে ভালবাসার সপ্তাহ। প্রেমের শুরুটা গোলাপ দিয়ে হলেও, তারপর কিন্তু ধীরে ধীরে মনের মানুষটির চাহিদা বাড়ে। এই যেমন আজ টেডি ডে। এমনদিনে লোমশ একটি ভাল্লুক ছানা সকাল সকালই পেয়ে গিয়েছেন অভিনেত্রী সন্দীপ্তা সেন। সকাল সকাল ছোট্ট একটি টেডিকে নিয়ে বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন অভিনেত্রী।
সদ্য সাত পাকে বাঁধা পড়েছেন সন্দীপ্তা। বিয়ের পর এই প্রথম ভালবাসার সপ্তাহ। জমিয়ে উপভোগ করছেন অভিনেত্রী। সাদা লাল পুচকে টেডির কখনও তিনি নাক টিপে দিচ্ছেন তো কখনও বা কান মুলে দিচ্ছেন। আর তাঁর টিশার্টে বড় বড় করে লেখা ‘লাভ মি মোর’ ।
শনিবার সাত সকালে প্রিয় অভিনেত্রীর এমন ফুরফুরে ছবি দেখে কমেন্ট বাক্সেও অনুরাগীরা মুগ্ধতার কথা জানিয়েছেন। সব মিলিয়ে, কাজ-নতুন সংসারকে শক্ত হাতেই সামলাচ্ছেন অভিনেত্রী।