আজ ‘রে ডে’, কালজয়ী পরিচালক তথা বিশ্ববরেণ্য শিল্পী সত্যজিৎ রায়ের ১০৩ তম জন্মবার্ষিকী। এই বিশেষ দিনে অনুরাগীদের জন্য খুলে দেওয়া হয় সত্যজিতের বিশপ লেফ্রয় রোডের বাড়ির দরজা। মানিক জীবিত থাকাকালীনও জন্মদিনে তাঁর বাড়িতে ছিল অবারিত দ্বার। তাঁকে একটিবার শুভেচ্ছা জানাতে ভিড় জমত। গত দুবছর অতিমারীর কারনে বন্ধ ছিল রায় বাড়িতে জন্মদিন পালন। এবার সব স্বাভাবিক হতেই সত্যজিতের বাড়িতে অনুরাগীদের ভিড়।
সংবাদমাধ্যমকে সত্যজিৎ পুত্র সন্দীপ রায় জানিয়েছেন, ‘বাড়ির দরজা খোলা থাকে। সকলে আসে। এবারেও তেমনটাই হয়েছে।' পুত্রবধূ ললিতা দেবীর কথায় , ‘বাবার (সত্যজিৎ রায়) পছন্দের সব পদ রান্না করা হচ্ছে ‘ …