আজ চারিদিক উত্তাল রামমন্দিরের উদ্বোধনের খবরেই। এদিকে এমন দিনেই, বিয়ের পিঁড়িতে ‘বল্লভপুরের রাজা মশাই সত্যম ভট্টাচার্য (Satyam Bhattacharya) , দীর্ঘদিনের প্রেমিকা শাশ্বতী সিনহার সঙ্গে সোমবার সাত পাকে বাঁধা পড়লেন সত্যম ভট্টাচার্য। এদিন প্রকাশ্যে এসেছে রাজা মশাইয়ের গায়ে হলুদের ছবি।
প্রেমিকার সঙ্গে ১১ বছরের সম্পর্ক, আইবুড়োভাতের অনুষ্ঠানের ছবিও এসেছে প্রকাশ্যে। সত্যম চুটিয়ে কাজ করছেন। বিয়ের পরেই ফেব্রুয়ারি থেকে রয়েছে তাঁর হাতে পরপর কাজ।