ডেঙ্গি আক্রান্ত অভিনেত্রী সায়ন্তনী গুহঠাকুরতা (Sayantani Guhathakurta)। শুক্রবার সকালে অভিনেত্রী নিজের ইনস্টাগ্রামের স্টোরিতে একটি ছবি পোস্ট করেন। দেখা যায়, হাসপাতালের বিছানায় রয়েছেন অভিনেত্রী। হাতে স্যালাইন চলছে। এরপরেই উদ্বেগ দেখা যায় ভক্তদের মধ্যে।
এরপরেই এক সংবাদমাধ্যমকে সায়ন্তনী জানান, দশমীর রাত থেকে জ্বরে ভুগছিলেন অভিনেত্রী। কিছুতেই জ্বর না কমায় বৃহস্পতিবার তাঁকে বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে।
আরও পড়ুন - পিছিয়ে গেল 'জগদ্ধাত্রী', 'ফুলকি', ভাল নম্বর অপরাজিতা-র, বেঙ্গল টপার কে ?
অভিনেত্রী আরও জানান, শুক্রবার সকালে ডেঙ্গি পরীক্ষার রিপোর্ট পজেটিভ এসেছে। জ্বর না কমায় ইঞ্জেকশন দিয়ে জ্বর কমানোর চেষ্টা করছেন চিকিৎসকরা। আপাতত বিশ্রামে রয়েছেন তিনি।