২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলে যোগ দিয়েছিলেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় (Sayantika Banerjee) , বাঁকুড়া থেকে শাসক দলের টিকিটে লড়েওছিলেন তিনি। কিন্তু জিততে পারেননি। কিন্তু দল ছাড়েননি অভিনেত্রী। বরং ভোটের প্রচার থেকে দলীয় কর্মসূচি সবেতেই তাঁকে দেখা যেত। রাজনীতির পাশাপাশি গ্ল্যাম দুনিয়া নিয়েও যথেষ্ট ওয়াকিবহাল অভিনেত্রী।
Swastika Dutta: আবার বড় পর্দায় স্বস্তিকা, মধুমিতা-বিক্রমের জুটিতে কোন চরিত্রে অভিনেত্রী?
সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে শরীরচর্চার পর একটু খোলামেলা ছবি দিয়েছিলেন অভিনেত্রী। আর তাতেই কার্যত রেরে করে উঠেছেন নেটিজেনদের একাংশ। যদি শেমিং ও করা হয়েছে তাঁকে। কেউ লিখছেন , ‘TMC তে ঢোকার পর ঘুষের টাকা খেয়ে পেট ফুলে গেছে’ আবার কেউবা লিখেছেন, 'সত্যিই এসব চলে না'।