বাংলাদেশের মুক্তিযুদ্ধের কান্ডারি ‘বঙ্গবন্ধু’ মুজিবুর রহমানের বায়োপিক ‘মুজিব, দ্য মেকিং অফ আ নেশন (Mujib- The Making of a Nation)।' ছবিটি মুক্তি পেয়েছে চলতি মাসেই। বাংলাদেশ এবং ভারতের একাধিক শহরে এই ছবি মুক্তি পেয়েছে। বৃহস্পতিবার কলকাতায় ‘মুজিব’ এর প্রিমিয়ারে এসেছিলেন ওপার বাংলার কলাকুশলীরা।
Rituparna Sengupta: নিজের হাতে রাঁধলেন লুচি-সুজি! ভোগ সাজিয়ে, ধুপধুনো জ্বেলে কোজাগরী আরাধনায় ঋতুপর্ণা
সম্প্রতি মায়ানগরী মুম্বইতেও প্রচারে গিয়েছিলেন আরিফিন শুভ, কিন্তু সেখানে গিয়েই শাহরুখ খানকে দুষলেন বাংলাদেশের এই অভিনেতা। মুম্বইয়ের প্রিমিয়ারে গিয়ে একেবারে ঝরঝরে হিন্দিতে কথা বলতেও শোনা যায় আরিফিনকে। ঠিক তখনই সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করেন , এত ভাল হিন্দি বলার পিছনে রহস্যটা কী?
তখনই রসিকতা করে, আরিফিন বলেন ‘‘দয়া করে মিস্টার শাহরুখ খান এবং সব বলিউড তারকাকে দোষ দিন।’’ অর্থাৎ তাঁর কথাতেই বুঝিয়ে দিলেন হিন্দি ছবির বেজায় ভক্ত তিনি। এছাড়া মুম্বই তাঁর সেকেন্ড হোম বলেও জানিয়েছেন তিনি।