বাংলাদেশজুড়ে এক ভয়ংকর তুফান উঠেছে । এই তুফান মানুষও নয়, পশুও নয়, 'রাক্ষস' । যার দৃষ্টিতে, অ্যাকশনে সব কিছু ছাড়খাড় হয়ে যেতে পারে মুহূর্তেই । শনিবার সেই তুফান-এর সঙ্গেই পরিচয় করালেন পরিচালক রায়হান রফি । প্রকাশ্যে এল বহু প্রতীক্ষিত তুফান-এর ট্রেলার ।
২ মিনিট ৪০ সেকেন্ডের ট্রেলারের পুরোটাই অ্যাকশনে ভরপুর । ট্রেলারের শুরুর দিকেই দেখা যায় শাকিব খানকে । ‘রাক্ষস’ হিসেবে পরিচয় করানো হয় তুফানকে । যার সন্ত্রাসে ভীত, সন্ত্রস্ত সকলে । কখনও বন্দুকের গুলিতে সব কিছু ধ্বংস করে দিতে দেখা যাচ্ছে তাঁকে, কখনও হাতের পাঞ্চেই ধরাশায়ী করে দিচ্ছেন শত্রুদের । গোটা ট্রেলারে রণং দেহি মূর্তিতে দেখা গিয়েছে শাকিবকে । তবে, ভরপুর অ্যাকশনের মধ্যেও রয়েছে প্রেমের ছোঁয়া । আর সেই প্রেমের রং লাগাবে দুষ্টু কোকিল । তুফানের জীবনে প্রেমের সেই তুফান আনবেন মিমি চক্রবর্তী ।
সিনেমায় অভিনয় করছেন চঞ্চল চৌধুরীরও । তুফানের সন্ত্রাস মেটাতেই দায়িত্ব দেওয়া হয় সিআইডি অফিসার আক্রমকে। এই চরিত্রে দেখা যাবে চঞ্চলকে । ট্রেলারের শেষের দিকে এন্ট্রি হয়েছে তাঁর । তাঁর সাফ কথা তুফান-এর সঙ্গে খেলতে হবে মাথা দিয়ে। কিন্তু এদিকে, তুফান-কেও বলতে শোনা গেল, 'তুফান পোষ মানে না, পোষ মানায়' । ট্রেলারে অ্যাকশনের পাশাপাশি সংলাপেও তুফান তুলেছে এই সিনেমা । আগামী ইদে বাংলাদেশে মুক্তি পাচ্ছে শাকিব-মিমি-র তুফান। ২৮ জুন ভারত তথা অন্যান্য দেশেও মুক্তি পাবে সিনেমা ।