তাঁর অভিনয়ের মেধা ও মননের রেশ ছড়িয়ে আছে বাংলাছবির ইতিহাসের আনাচকানাচ জুড়ে। স্বয়ং সত্যজিৎ রায়ের সিনেমার মাধ্যমেই অভিনয়জগতে পা রাখা শর্মিলা ঠাকুর, তাঁর কেরিয়ারের শুরু থেকেই যেন অশ্বমেধের ঘোড়া। ফের ১৪ বছর বাদে বাংলা ছবিতে সত্যজিতের প্রিয় রিঙ্কু। ২০০৯ এর 'অন্তহীন'-এর পর এবার সুমন ঘোষের পরিচালনায় নতুন ছবিতে অভিনয় করতে চলেছেন তিনি। ছবিতে তাঁর সঙ্গে দেখা যাবে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে। ছবির নাম পুরাতন।
উল্লেখ্যদিন কয়েক আগেই ‘গুলমোহর’ এর হাত ধরে হিন্দি ছবিতেও কামব্যাক করেছেন শর্মিলা ঠাকুর। অভিনয় জগৎ থেকে একপ্রকার নিজেকে গুটিয়ে নিয়েছিলেন সত্তরের দশকের বিখ্যাত অভিনেত্রী শর্মিলা ঠাকুর (Sharmila Tagore) । তবে, ফের অল্প হলেও অভিনয়ের মূলস্রোতে ফিরে আসছেন তিনি । আপামর চলচ্চিত্র অনুরাগীদের কাছে এ এক সুখবরই বটে।