তাঁর মুখের সামনে বিরোধীরা বসতে রীতিমতো ভয় পান, টিভির প্যানেলে তাঁর জ্বালাময়ী বক্তব্য অক্সিজেন জোগায় বাম কর্মীসমর্থকদের। কথা হচ্ছে সিপিআইএম এর যুবনেতা শতরূপ ঘোষকে নিয়ে। এবার অভিনেতা শতরূপ শিরোনামে।
পরিচালক অনীক দত্তের আসন্ন ছবি ‘যত কাণ্ড কলকাতাতেই’ এবার অভিনয় করতে দেখা যাবে বাম নেতা শতরূপ ঘোষকে। তবে ক্যামিও রোলে, একটি মাত্র গানের দৃশ্যে তাঁকে দেখা যাবে। ছবিতে মুখ্য ভূমিকায় অভিনেতা আবীর চট্টোপাধ্যায়।
Sohini Sarkar: মাথায় টানা ঘোমটা, চোখে ঘাঁটা কাজল, অনবরত চিবোচ্ছেন পান! অবাঙালি লুকে এ যেন এক অন্য সোহিনী
দক্ষিণ কলকাতায় বুধবার ছবির শ্যুটিং সেরেছেন বাম নেতা। বাম নেতার গিটার বাজানোর গুণের কথা অনেকেই জানেন। এবার অনীকের কথায় অভিনয়েও রাজি হয়েছেন তিনি। বেশ অনেকদিন ধরেই রাজনীতি আর বিনোদন জগৎ মিলেমিশে একাকার হয়ে গিয়েছে। নায়ক নায়িকারা রাজনীতিতে নামলে, নেতারাই বা অভিনেতা হলে ক্ষতি কোথায় !