রাজনীতি করতে গেলেও টাকার দরকার হয়। আর সেই টাকা তিনি উপার্জন করতে চান সিরিয়ালে অভিনয় করে। এমনটাই মনে করেন বিজেপি নেত্রী ও অভিনেত্রী রূপ গঙ্গোপাধ্যায়। সম্প্রতি রাজ্যসভা থেকে তিনি প্রাক্তন হয়েছেন। বাংলা থেকে সংসদের উচ্চকক্ষে তাঁর মেয়াদ শেষ হয়েছে। তারপর আবার ফিরেছেন ক্যামেরার সামনে। অভিনয় করছেন মেয়েবেলা নামের এক সিরিয়ালে। যেখানে তাঁর চরিত্রের নাম বীথি। এক সংবাদ মাধ্যমকে রূপা জানিয়েছেন, অভিনয় করতে এসেও তাঁর সংসদের কথাই মনে পড়ছে। কারণ, সিরিয়ালের সেটের মতোই, তাঁকে সংসদেও সময়ের মধ্যেই হাজির হতে হত।
প্রায় আট বছর পর ফিরেছেন ক্যামেরার সামনে। তবে দাবি করলেন, বাংলা সিরিয়ালকে যেখানে ছেড়ে গিয়েছিলেন, ঠিক সেখানেই রয়েছে। টিআরপি নিয়ে চাপ থাকলেও, তাঁর উপর সেই প্রভাব পড়ে না। নিজের কেরিয়ারে অনেকবার ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন, আবার সাময়িক বিরতিও নিয়েছেন। তবে এবার চিত্রনাট্যের জন্যই ফিরে এসেছেন সিরিয়ালে অভিনয় করতে।
এর পাশাপাশি, রাজনীতিও চলছে পুরোদমে। সামনেই ত্রিপুরা ও মেঘালয়ে নির্বাচন। বিজেপির কৌশল বৈঠকে যোগ দিতে দিল্লি যাবেন। হয়তো এই দুই রাজ্যে প্রচারেও যেতে পারেন বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়।