এই প্রথমবার পুজোর ছবি আনতে চলেছেন পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়ের জুটি। ছবির নাম এখনও চূড়ান্ত হয়নি, ছবিতে প্রথম বার জুটি বাঁধতে চলেছেন অভনেতা আবীর চট্টোপাধ্যায় (Abir Chatterjee) এবং অভিনেত্রী মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। এর আগে পরিচালকদ্বয়ের 'পোস্ত' ছবিতে অভিনয় করেছেন মিমি৷ তবে গরমের ছুটি ছেড়ে পুজোতে ছবি কেন, উত্তরে শিবপ্রসাদ জানান ছবির সঙ্গে পুজোর যোগ রয়েছে তাই দুর্গাপুজো ছাড়া মুক্তির কথা ভাবতে পারছেন না তিনি।
শিবপ্রসাদ নন্দিতার বেশ কিছু ছবি বাস্তব ঘটনা অবলম্বনে তৈরি৷ জানা যাচ্ছে এই ছবিও তার ব্যতিক্রম নয়৷ কিন্তু ছবির বিষয় সম্পর্কে কিছুই খোলাসা করেননি শিবপ্রসাদ। তবে তিনি ইঙ্গিত দিয়ে বলেছেন ‘‘এটুকু বলতে পারি এমনই একটা ঘটনা যা এক সময় সারা পশ্চিমবঙ্গকে নাড়িয়ে দিয়েছিল।’ ছবির শ্যুটিং শুরু হবে আগামী ১৫ ই মার্চ থেকেই।