শিক্ষক দিবসের সকালে আচমকা সকলকে চমকে দিলেন শিবু নন্দিতার জুটি। এমন একটি ছবি শেয়ার করেছেন তাঁরা যা দেখে রীতিমতো অবাক ফেসবুকবাসী। গোলাপি লিপস্টিক পরা ঠোঁটে, দন্তবিকশিত হাসি। সেই ছবির নিচে লেখা ‘বলছি একটু দাঁত, মাজবেন?’ ছবি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে ‘শুভ সকাল’
কাকে , কেন একথা বললেন তাঁরা তার কিনারা করে উঠতে পারেননি কেউই। এদিকে এই মুহূর্তে তাঁদের বেজায় ব্যস্ততা। পুজোতেই বড়পর্দায় আসছে আবির চট্টোপাধ্যায়, ভিক্টর বন্দ্যোপাধ্যায়, মিমি চক্রবর্তী অভিনীত ছবি ‘রক্তবীজ’। কিন্তু এমন একটা গম্ভীর প্লটের ছবির সঙ্গে ‘দাঁত মাজার’ কী সম্পর্ক থাকতে পারে তা নিয়ে তৈরি হয়েছে নানা ধন্দ।
তবে কি নতুন কোনও ছবির ঘোষণা? নাকি প্রচারের কোনও কৌশল। কিছুই খোলসা করেননি পরিচালকদ্বয়। তবে আন্দাজ আসন্ন ছবির কোনও গান হতে পারে এটি।
Jawan Advance Ticket Booking: পর্দায় 'জওয়ান', মুক্তির আগেই ৭ লক্ষ অগ্রিম টিকিট বিক্রি শাহরুখের ছবির
উল্লেখ্য , ২০১৪ সালে ২ অক্টোবর মহাষ্টমীর দিন বর্ধমানের খাগড়াগড়ে একটা বিস্ফোরণ ঘটেছিল । ঘটনায় মৃত্যু হয়েছিল দু’জনের। তদন্তে জানা গিয়েছিল, এই বিস্ফোরণের সঙ্গে বাংলাদেশের এক জঙ্গিগোষ্ঠীর যোগ রয়েছে। শিবপ্রসাদ জানিয়েছিলেন, ওইদিন কী ঘটেছিল, সেটা সবাই জানে । কিন্তু, কেন ঘটেছিল সেটা নিয়ে অনেক থিয়োরির মধ্যে একটি থিয়োরি নিয়ে তাঁদের সিনেমা 'রক্তবীজ' ।