একজন গায়ক, আরেকজন অভিনেত্রী। দুজনেই প্রাক্তন সম্পর্ক থেকে বেরিয়ে আলোচনায় ছিলেন। বলছি শোভন গঙ্গোপাধ্যায় এবং সোহিনী সরকারের কথা। গত কয়েকদিন ধরেই তাঁদের প্রেম নিয়ে বিস্তর আলোচনাও চলছে। বেশ কিছুদিন নিজেদের সম্পর্ক আড়ালেই রেখেছিলেন শোভন-সোহিনী। তারপর অবশ্য দুজন দুজনকে ভালবাসা জানাতে দ্বিধা করেননি।
Shibaprasad-Nandita: পুজোয় নতুন ছবি উপহার দেবেন শিবু-নন্দিতা, মুখ্য চরিত্রে কারা?
ভালবাসার সপ্তাহে, জুটিতে উড়ে গিয়েছেন বরফে মোড়া সুইডেনের রাজধানী স্টকহোমে। দুজনে একসঙ্গে ছবি পোস্ট করেননি ঠিকই, কিন্তু দুজনের ইন্সটাতেই একই জায়গার ছবি। স্বভাবতই অনুরাগীদের দুইয়ে দুইয়ে চার করতে বিশেষ অসুবিধে হয়নি।