১৫ জুলাই । সোমবারের স্বর্ণালী সন্ধ্যায় সাত পাকে বাঁধা পড়বেন শোভন-সোহিনী । এক বছরের প্রেম । এবার তাতে লাগতে চলেছে বিয়ের রং । আজই সেই দিন । সকাল থেকেই বর-কনের বাড়িতে ব্যস্ততা । ২২ শ্রাবণের এক অনুষ্ঠানে দুজনের কাছাকাছি আসা। আবারও এক বর্ষার মরসুমে সানাইয়ের সুরে এক হবে দু'টি মন, বাঁধা পড়বেন এক সুতোয় । যদিও, তাঁদের জীবনে আগেও বহু প্রেম এসেছে । রণজয়ের সঙ্গে সোহিনীর সম্পর্কের কথা কারও অজানা নয় । আবার শোভনের সঙ্গে নাম জড়ায় স্বস্তিকা দত্তেরও । কিন্তু, ওই যে কথায় আছে না, রব নে বনা দি জোড়ি । শোভন-সোহিনীর ক্ষেত্রেও বিষয়টা সেরকমটাই । টলিপাড়া যখন তারকা যুগলের বিয়ের খবরে সরগরম, সেইসময় কী করছেন তাঁদের প্রাক্তনরা জানেন ? তাঁদের রিলেশনশিপ স্ট্যাটাসই বা কী ?
প্রেম ভেঙেছে । মন ভেঙেছে । কিন্তু, সব কিছু ভুলে কাজে ডুবে রণজয় । 'কোন গোপনে মন ভেসেছে' ধারাবাহিক নিয়ে ব্যস্ত তিনি । শুটিংয়ের পাশাপাশি লেখালিখিও করছেন । কিছু দিন আগেই অভিনেত্রী শ্যামৌপ্তি মুদলির সঙ্গে লাদাখে গিয়েছিলেন তিনি । সেখানে গিয়ে একটি মিউজিক ভিডিয়োর শুটিং করেছেন রণজয় । সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন ।'গুড্ডি' ধারাবাহিকে রণজয় ও শ্যামৌপ্তির রসায়ন পছন্দ হয়েছিল দর্শকদের । বাস্তবেও তাঁরা সম্পর্কে রয়েছেন বলে গুঞ্জন ছড়ায় । এমনকী রণজয়ের সঙ্গে নাম জড়ায় মিশমির সঙ্গেও । যদিও, তা সত্যি নয় বলেই জানিয়ে দিয়েছেন রণজয় ।
স্বস্তিকাও কাজ নিয়ে ব্যস্ত । হাতে বেশ কিছু কাজ রয়েছে বলে জানা গিয়েছে । এদিকে, শোভন-সোহিনীর বিয়ের দিনই, অর্থাৎ ১৫ জুলাই মুক্তি পাচ্ছে তাঁর একটি মিউজিক ভিডিও । তবে, শোভনের পর নতুন করে কাউকে মন দিয়েছেন কি না জানা যায়নি । আপাতত, ব্যক্তিগত জীবন আড়ালেই রেখেছেন তিনি ।