অভিনয়, পরিচালনার পর এবার প্রযোজনায় শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra) । ছবির নাম ‘এবং ছাদ’ (Ebong Chaad) । স্বল্প দৈর্ঘ্যের ছবি । সম্প্রতি, মুক্তি পেয়েছে ছবির ট্রেলার ।
ছবির পরিচালক, প্রযোজক শ্রীলেখা । অভিনয়ও করছেন তিনি । ‘এবং ছাদ’ ছবির ট্রেলার (Ebong Chaad movie trailer) নিজেস্ব ইউটিউব চ্যানেলে শেয়ার করেছেন অভিনেত্রী । প্রথম ঝলকেই শ্রীলেখা বুঝিয়ে দিলেন তাঁর এই ছবি গোটা জীবনের গল্প বলতে চলেছে । এই ছবির মধ্যে দিয়ে স্মৃতি মাখা এক ছাদ....যেখানে একটা মেয়ের শৈশব, কৈশোর, যৌবন, অবশেষে বার্ধক্যকাল কেটেছে । এক ছাদ ও মনের কথোপকথনের কথা বলতে চলেছেন তিনি । মাস দুয়েক আগেই সিনেমার পোস্টার শেয়ার করেছিলেন অভিনেত্রী ।
আরও পড়ুন, Devlina Kumar: ফিটনেসফ্রিক দেবলীনা কুমারই কি এবার গোয়েন্দার চরিত্রে? কী বলছেন অভিনেত্রী?
নিজের ইউটিউব চ্যানেলে সিনেমার ট্রেলার প্রকাশ্যে আনার আগে শ্রীলেখা জানিয়েছেন, "যদি প্রযোজক পাই, তাহলে এই ছবিটার আরও কয়েকটা পার্ট করে আমি একটা পূর্ণদৈর্ঘ্যের ছবি তৈরি করতে চাই ।" এর আগে 'বেটার হাফ' নামে একটি ছবি তৈরি করেছিলেন শ্রীলেখা ৷ তবে এই ছবি শ্রীলেখার কাছে একটু বেশিই স্পেশাল ৷ প্রযোজক হিসেবে এটাই তাঁর প্রথম ছবি ৷