কেরিয়ারের শুরুর দিন থেকেই শ্রুতিকে আগলে আগলে রাখছেন পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দার। সেই ‘ত্রিনয়নী’র সেট থেকে প্রেম। এবার ভালবাসা পেল পরিণতি। কোনও ঢাক ঢাক গুড়গুড় ছাড়াই একেবারে বিয়ে সেরে ফেললেন শ্রুতি দাস এবং স্বর্ণেন্দু সমাদ্দার। ৯ জুলাই বিয়ের অনুষ্ঠান হয়েছে। ‘
DEV: ব্যোমকেশ বাঘাযতীনে সেরা দেওয়ার চেষ্টা করেছেন, এবার দেবের নতুন চ্যালেঞ্জ 'প্রধান'
কেক কেটে সিঁদুর দানের মাধ্যমে চার হাত এক হয় দুজনের। সোশ্যাল মিডিয়ায় শ্রুতি কেকের ছবি শেয়ার করে নিয়ে লিখেছেন, 'মিস টু মিসেস', এই মুহূর্তে শ্রুতি কার্যতই স্বর্ণেন্দুর ‘রাঙা বউ’ শ্রুতি। এর আগে শ্রুতি বারংবারই সাক্ষাৎকারে বলেছিলেন তারা বিয়ের চিন্তাভাবনা করছেন। কিন্তু এবার দুম করে বিয়েটাই ফেললেন সেরে।