শিশুর মুখে অন্নপ্রাশনের প্রথম ভাত তুলে দেন মামা বা দাদু । দীর্ঘদিন ধরে আমাদের সমাজে এই প্রথাই চলে আসছে । এবার এই চিরাচরিত প্রথাকেই ভেঙে দিলেন টেলি তারকা শ্রুতি দাস(Shruti Das) । মামাভাত নয়, নিজের বোনপোকে 'মিমিভাত' খাওয়ালেন অভিনেত্রী । আর এই চিরাচরিত প্রথা ভাঙতে পেরে বেশ খুশি শ্রুতি । অন্তত, তাঁর সোশ্যাল মিডিয়া পোস্ট এমনটাই বলছে ।
বৃহস্পতিবার বোনপোর অন্নপ্রাশনের (Rice Ceremony) বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন অভিনেত্রী । ছবিতে দেখা যাচ্ছে, একরত্তির মুখে ভাত তুলে দিচ্ছেন তার মাসি শ্রুতি । সেইসঙ্গে ক্যাপশনে শ্রুতি লিখেছেন, "নিজের বোনপোকে মিমিভাত খাওয়ানোর মজাই আলাদা ।" তারপরেই চিরাচরিত প্রথার দিকে প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন তিনি । লেখেন, "সবসময় মামাভাত কেন ? মা-মাসিরাই তো রোজ বাচ্চাদের খাওয়ায় । আর বাবা-মেসোরা কদাচিৎ ।" তাঁর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন নেটিজেনরা ।
আরও পড়ুন, Mouni Roy wedding : বলিউডে ফের বিয়ের সানাই, চলতি মাসেই বিয়ে করছেন মৌনী রায় !
চিরকালই বিতর্কের কেন্দ্রে রয়েছেন অভিনেত্রী শ্রুতি দাস । গায়ের রং থেকে শুরু করে বয়সে বড় পরিচালকের সঙ্গে প্রেম, এরকম একাধিক বিষয়ে বারবার সমালোচনার মুখে পড়তে হয়েছে তাঁকে । যদিও, বরাবরই তার কড়া জবাবও দিয়েছেন অভিনেত্রী ।