অস্থির একটা সময় । অশান্ত পরিবেশ । আর জি কর আবহের মধ্যে সিনেমা জগতে ফের মিটু-র ঝড় । অরিন্দম শীলের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলেছেন এক অভিনেত্রী । পরিচালকের বিরুদ্ধে থানায় অভিযোগও দায়ের হয়েছে । টলি ইন্ডাস্ট্রিতে যৌন নিগ্রহ নিয়ে সরব হচ্ছেন একের পর এক অভিনেত্রী । অরিন্দমের পর জয়জিৎ চক্রবর্তীর বিরুদ্ধেও হেনস্থার অভিযোগ উঠেছে । নিরাপত্তাহীনতায় ভুগছেন টলি অভিনেত্রীরা । এমনই এক আবহে স্বামীর জন্মদিনে শ্রুতি দাস মনে করিয়ে দিলেন, মহিলা শিল্পীরা কতটা স্বচ্ছন্দ ও সুরক্ষিত পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দারের কাছে । ফে়সবুকে স্বামীর জন্য লিখলেন খোলা চিঠি । জানালেন, স্বর্ণেন্দুকে নিয়ে যে তিনি কতটা গর্বিত । কথা দিলেন আজীবন ভালবাসার ।
স্বর্ণেন্দুর জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি শেয়ার করেছেন শ্রুতি । ক্যাপশনে একটা লম্বা মেসেজ । যেখানে ভালবাসার মানুষকে নিয়ে অনেকটা গর্ববোধ । শ্রুতি লিখলেন, 'আজ সেই বিশ্বাসযোগ্য ডিরেক্টর এর জন্মদিন যার কাছে এই ক্ষয়িষ্ণু সমাজে মহিলা আর্টিস্ট আর টেক্নিশিয়ান রা নিরাপদ এবং আমি গর্বিত হই এটা শুনে যে - "স্বর্ণ দা স্টুডিও না এলে,ফ্লোরে না থাকলে,শট না নিলে ভালো লাগেনা। এই মিটু-র যুগে আমি জোর গলায় বলতে পারি,আমি এই ভালোমানুষ টির সহধর্মিণী,যার কাছে মহিলারা নিরাপদ।" এরপর শ্রুতি তাঁর বাবি-কে জানান জন্মদিনের শুভেচ্ছা ।
পরিচালক-অভিনেত্রীর প্রেম দীর্ঘদিনের । দু'জনের বয়সের ফারাক অনেকটাই । শুটিং সেটেই তাঁদের প্রথম আলাপ, সেখান থেকেই প্রেম । শ্রুতিই প্রথম প্রেমের প্রস্তাব দিয়েছিলেন স্বর্ণেন্দুকে । যদিও, তাঁদের প্রেম, সম্পর্ক নিয়ে কম কটাক্ষ শুনতে হয়নি । যদিও, কোনওদিনই সেসব পাত্তা দেননি শ্রুতি । কড়া জবাব দিয়েছেন ট্রোলের । স্বর্ণেন্দুর জন্য লেখা পোস্টে আবারও কটাক্ষের জবাব দিলেন শ্রুতি । লিখলেন,'সবাই বলে আমি লোভী,তাই তোমার সাথে আছি! ওরা অন্য মানে করে বললেও একপ্রকার ঠিক ই বলে!আমি সত্যিই লোভী। অর্থলোভের থেকেও আমার বরাবর বেশী লোভ গুনী মানুষের সান্যিধ্যে থেকে তার সবটুকু ভালো শিখে নিজে সমৃদ্ধ হওয়ার!আর যেখানে সে আমার স্বামী,সেখানে আমি লোভী হওয়া খুব অস্বাভাবিক কি?" পোস্টের শেষে সারা জীবন পাশে থাকার অঙ্গীকার করেছেন অভিনেত্রী ।
৯ই জুলাই সই-সাবুদ করে আইনি বিয়ে সেরেছেন টেলিপাড়ার রাঙা বউ ও পরিচালক । বর্তমানে চুটিয়ে সংসার করছেন । ত্রিনয়ণীর সেটে শুরু এই প্রেমের গল্প। পরিচালকের কাছে বকা খেতে খেতেই নাকি তাঁর প্রেমে পড়েন শ্রুতি ।
উল্লেখ্য, যৌন হেনস্থার অভিযোগে অরিন্দম শীলের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন অভিনেত্রী । যদিও অরিন্দমের দাবি, যা ঘটেছে অনিচ্ছাকৃত । এই বিষয়ে মুখ খুলেছেন ওই অভিনেত্রীও । তিনি জানিয়েছেন, চলতি বছরের এপ্রিল মাসের ঘটনা । সেদিন ফ্লোরে একটি ঘনিষ্ঠ দৃশ্য বোঝানোর চেষ্টা করছিলেন পরিচালক । সেইসময় তাঁকে নিজের কোলে বসান, তার পর চুম্বন করেন গালে ।
অভিনেত্রীর আরও দাবি, ওই দৃশ্য থেকে চুম্বনটা বাদ দেওয়া হয়েছিল । তাহলে দৃশ্য বোঝাতে গিয়ে কেন চুম্বনের প্রয়োজন হয়েছিল ? যতই দৃশ্য বোঝানোর চেষ্টা করুন পরিচালক, কখনওই অভিনেত্রীর গাল এভাবে স্পর্শ করতে পারেন না তিনি । তাঁর প্রশ্ন, এই ঘটনা কীভাবে 'অনিচ্ছাকৃত' হতে পারে ?
বর্তমান প্রেক্ষাপটে সম্প্রতি সমাজ মাধ্যমে একটি খোলা চিঠি লিখেছিলেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। যেখানে তিনি অভিযোগ করেছিলেন, অতীতে তিনিও যৌন হেনস্থার শিকার হয়েছিলেন। আর এই অত্যাচার রুখতে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হস্তক্ষেপ করতে অনুরোধ করেছিলেন। ঋতাভরীর এই অনুরোধের ভিত্তিতেই তাঁকে রাজ্য প্রশাসনের সদর দফতরে ডেকে পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রশাসন সূত্রে খবর, হেমা কমিশনের আদলে এই রাজ্যে নারী সুরক্ষায় একটি বিশেষ কমিটি করতে উদ্যোগী হয়েছেন মুখ্যমন্ত্রী স্বয়ং। মমতার সঙ্গে সাক্ষাতের পর ঋতাভরী পোস্টে লিখেছেন, হেমা কমিটির আদলে ৫ সদস্যের কমিশন গঠন করা হচ্ছে । নিরপেক্ষ সেই ৫ সদস্যের কমিটিতে থাকছেন প্রাক্তন বিচারপতি থেকে চিকিৎসক, আইনজীবী, যাঁরা বাংলা ইন্ডাস্ট্রিতে হওয়া যৌন হেনস্থা নিয়ে অভিযোগ করলে তদন্ত করবেন ।