দিন কয়েক আগেই শেষ হয়েছে ধারাবাহিক 'রাঙা বউ' । এরই মধ্যে অনুরাগীদের সুখবর দিলেন শ্রুতি দাস । নতুন কাজ নিয়ে ফের কামব্যাক করছেন অভিনেত্রী । তবে, এবার আর ছোটপর্দায় নয়, বড়পর্দায় ডেবিউ করতে চলেছেন 'রাঙা বউ'। তাও আবার শিবপ্রসাদ-নন্দিতা রায়ের সিনেমায় । জানা গিয়েছে , ‘আমার বস’-এ দেখা যাবে অভিনেত্রীকে । স্বাভাবিক ভাবেই খুশি শ্রুতি । তাঁর কথায়, তিনটে সিরিয়াল করেই এত বড় প্রোডাকশন হাউজে কাজ করার সুযোগ পেয়ে তিনি আপ্লুত ।
এইসময়কে শ্রুতি জানিয়েছেন, রাঙা বউ শেষ হওয়ার পরই উইন্ডোজ থেকে ডেকে পাঠানো হয়েছিল তাঁকে । কোনও অডিশনও দিতে হয়নি । তাঁর আগের কাজ দেখেই তাঁকে ডাকা হয়েছে বলে জানিয়েছে উইন্ডোজ । তবে ওয়ার্কশপ থাকছে । শ্রুতি আরও জানিয়েছেন, প্রথম থেকেই তাঁর পাশে রয়েছেন স্বর্ণেন্দু সমাদ্দার । অভিনেত্রী বলেন, 'উইন্ডোজ থেকে প্রথম যেদিন ডেকে পাঠাল, আমাকে স্বর্ণেন্দুই নিয়ে গিয়েছিল। বাইরে দু ঘণ্টা অপেক্ষাও করে। এত বড় মানুষ হয়েও ওর মধ্যে কোনও ইগো কাজ করেনি।'
জানা গিয়েছে, ‘আমার বস’ সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে শ্রুতিকে । এই সিনেমাতেই অভিনয় করছেন রাখি গুলজার ও শ্রাবন্তী চট্টোপাধ্যায় । জানা গিয়ে রাখি গুলজারের সঙ্গে বেশ কিছু দৃশ্যে অভিনয় করতে দেখা যাবে শ্রুতিকে ।