সদ্য মুক্তি পাওয়া ছবি 'প্রজাপতি' অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্যকে (Sweta Bhatyacharya)বড় পর্দায় জায়গা করে দিয়েছে। বর্তমানে তিনি ছোট পর্দায় কাজ করলেও অনুরাগীদের জন্য সুখবর। এবার ওয়েব সিরিজে অভিনয় করতে চলছেন শ্বেতা।
ইতিমধ্যেই নতুন পরিচালক মীর ফলকের ওয়েবসিরিজে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে শ্বেতা অভিনয় করবেন বলে জানা গিয়েছে। এরই মধ্যেই প্রকাশ্যে এল আরও একটি ওয়েব সিরিজের খবর। ইন্ডাস্ট্রির অন্দরের খবর, 'ক্যামেলিয়া'র প্রযোজিত একটি ওয়েব সিরিজের মুখ্য চরিত্রে অভিনয় করতে চলেছেন শ্বেতা।
আরও পড়ুন - 'বাঘ যেখানে দাঁড়িয়ে যায়...' ফিরলেন অনিমেষ দত্ত, 'আবার প্রলয়'-এর ট্রেলার প্রকাশ্যে
সূত্রের খবর, সব ঠিক থাকলে চলতি বছর দুর্গাপুজোয় 'ক্যামেলিয়া' প্রোডাকশনের 'ফ্রাইডে' নামক একটি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আসছে। আর এই 'ক্যামেলিয়া'র প্রযোজিত ওয়েব সিরিজেই দেখা যাবে অভিনেত্রী শ্বেতাকে।
যদিও এখনও কোনও সিদ্ধান্তই চূড়ান্ত হয়নি। ঠিক হয়নি নায়কও। তবে, কানাঘুষো শোনা যাচ্ছে এই ওয়েব সিরিজ পরিচালনার দায়িত্বে থাকবেন অরিন্দম চক্রবর্তী।