প্রথম সিজেনের সাফল্যের পর এবার 'শ্বেতকালী ২' (Shwetkali 2) তৈরির প্রস্তুতি শুরু করছেন পরিচালক সানি ঘোষ রায়। প্রায় ৯ মাস আগে ওটিটি প্ল্যারফর্ম জি ফাইভে (Zee 5) মুক্তি পেয়েছিল এই ওয়েব সিরিজ। এই গল্পের শুরু উর্বি অর্থাৎ ঐন্দ্রিলা সেন (Oindrila Sen) ও পলাশ অর্থাৎ সাহেব ভট্টাচার্যয়ের সম্পর্কের মধ্যে দিয়ে।
এবার এই রহস্য, রোমাঞ্চের, বন্ধুত্ব, প্রেম মোড়া ওয়েব সিরিজেরই দ্বিতীয় সিজন তৈরি হবে বলেই অন্দরের খবর। তবে এই বছরই এই সিরিজ তৈরি হবে কি না জানা যাচ্ছে না। শোনা যাচ্ছে, এই সিরিজেও মুখ্য চরিত্রে দেখা যাবে ঐন্দ্রিলা সেনকে।
আরও পড়ুন - শুভশ্রীর প্রযোজনায় নুসরতের আইটেম নাম্বার! ভাইরাল হল নাচ
তবে, ঐন্দ্রিলার পাশাপাশি এই সিরিজে সৌরভ চক্রবর্তী এবং সাহেব ভট্টাচার্যকে দেখা যাবে কি না তা এখনও জানা যায়নি। এমনকি গল্প কীভাবে এগোবে সেই বিষয়েও কিছু জানা যায়নি।