দুবছর ধরে চলা শুটিংয়ের কাজ শেষ । এবার অপেক্ষা ছবি মুক্তির । সম্প্রতি, ছবির প্রথম লুক, (Bengali Cinema Niharika first look) পোস্টার শেয়ার করেছেন পরিচালক ইন্দ্রাশিস আচার্য । তাঁর নতুন ছবির নাম 'নীহারিকা' (Niharika) ।
ছবিতে অভিনয় করছেন মল্লিকা মজুমদার, অনিন্দ্য সেনগুপ্ত, শিলাজিৎ মজুমদার (Silajit Majumdar), অনুরাধা মুখোপাধ্যায়, প্রিয়ঙ্কা গুহ-সহ আরও অনেকে । এই ছবির শুটিং করতে প্রায় দুবছর লেগেছে পরিচালকের । আসলে, গ্রীষ্ম, বর্ষা, শীত...প্রত্যেকটি ঋতুর ভূমিকা রয়েছে এই সিনেমায় । সেকারণেই শুটিং শেষ হতে অনেকটা সময় লেগেছে বলে জানা গিয়েছে । শুটিং হয়েছে গিরিডি, শিমুলতলা, মধুপুরের বিভিন্ন এলাকায় ।
অন্ধকার থেকে উঠে আসা একটি মেয়ে কীভাবে প্রকৃতির সান্নিধ্যে এসে নতুন করে, ভালভাবে বাঁচতে শেখে, তারই গল্প বলবে এই সিনেমা । প্রতিকূল পরিস্থিতির মধ্যে তাঁর বাঁচতে শেখার গল্প শোনাবে 'নীহারিকা' । এই মেয়েটির চরিত্রে অভিনয় করছেন অনুরাধা মুখোপাধ্যায়কে । এই সিনেমায় যেহেতু প্রকৃতির বড় ভূমিকা রয়েছে, সেক্ষেত্রে রজনীকান্ত ও শ্যামাসঙ্গীত ব্যবহার করা হয়েছে । খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে এই সিনেমা ।