কয়েকদিন ধরে টলিউড অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছিল, দুর্নিবার-মীনাক্ষির বিচ্ছেদের (Durnibar-Meenakshi Separation) খবর । গুঞ্জন, সম্পর্কে তৃতীয় ব্যক্তির আবির্ভাব হওয়ায় নাকি সমস্যা শুরু হয়েছে তাঁদের মধ্যে । অবশেষে, সেই গুঞ্জন, জল্পনাই সত্যি হল । নতুন ভালবাসার কথা প্রকাশ্যে বললেন দুর্নিবার সাহা । সেইসঙ্গে মীনাক্ষির সঙ্গে বিয়ে ভাঙার খবরেও শিলমোহর দিলেন । তিনি মন দিয়েছেন ঐন্দ্রিলা সেনকে (Oindrila Sen) । ঐন্দ্রিলা নিজেই দুর্নিবারের সঙ্গে একটি ছবি শেয়ার করে ভালবাসার কথা প্রকাশ্যে জানিয়েছেন । পাল্টা ভালবাসা ফিরিয়ে দিয়েছেন দুর্নিবারও (Durnibar Saha) ।
ঐন্দ্রিলা সেন পেশায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ব্যক্তিগত ম্যানেজার। দুর্নিবারের সঙ্গে একটি ছবি পোস্ট করে ঐন্দ্রিলা লেখেন, ‘তুমি যখন কাছে থাকো, জীবন কত সুন্দর মনে হয়। আমার জীবনে আসার জন্য তোমাকে ধন্যবাদ। আমি তোমাকে ভালবাসি।’উত্তর দিয়েছেন দুর্নিবারও। লিখেছেন— ‘ভালবাসি তোমায়, তোমার থেকে আরও বেশি ভালবাসি।’
আরও পড়ুন, Tiyasha Roy : অসুস্থ অভিনেত্রী তিয়াসা রায়, আচমকা কেন হাসপাতালে ভর্তি হলেন ‘শ্যামা’?
বাংলা সংগীতের দুনিয়ায় খুব অল্প সময়ের মধ্যে বিপুল জনপ্রিয়তা লাভ করেছিলেন দুর্নিবার। নিজের একটি ব্যান্ডও তৈরি করেন তিনি। সেই ব্যান্ডে বিভিন্ন সময় গাইতে শোনা গিয়েছে মীনাক্ষিকেও। দুজনের নানা ডুয়েট রীতিমতো জনপ্রিয় হয়েছে ইউটিউবেও। ২০১৭ তে আইনি বিয়ে, তারপর ২০২১ এ ঘটা করে সামাজিক বিয়েও করেন তাঁরা । কিন্তু, বছর না ঘুরতেই বিচ্ছেদের সিদ্ধান্ত নিলেন এই জুটি ।