বাংলা সঙ্গীত জগতের জনপ্রিয় শিল্পী ইমন চক্রবর্তী । গানের জগতে অল্প কয়েকদিনেই জায়গা করে নিয়েছেন প্রথম সারিতে । তাঁর কণ্ঠে 'তুমি যাকে ভালবাস' মুগ্ধ করে দিয়েছে শ্রোতাদের । কেরিয়ারের শুরুতেই জাতীয় পুরস্কার রয়েছে তাঁর ঝোলায় । সেই ইমন সোশ্যাল মিডিয়াতেও বেশ জনপ্রিয় । নিজের জীবন, কেরিয়ারের খুঁটিনাটি শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায় । এবার স্বপ্নপূরণের মুহূর্ত শেয়ার করলেন নিজের সোশ্যাল মিডিয়ায় ।
অনেকদিনের স্বপ্নপূরণ হয়েছে ইমনের । গাড়ি কিনেছেন গায়িকা । যে সে গাড়ি নয়, সাদা রঙের মার্সিডিজ-বেঞ্জ কিনেছেন । আর গায়িকার স্বপ্নপূরণ করেছেন তাঁর বাবা । এদিন, নতুন গাড়ির সঙ্গে বেশ কিছু ছবি শেয়ার করেছেন ইমন । কোনও ছবিতে দেখা গেল বাবাকে জড়িয়ে ধরে গায়িকা, আরেকটা ছবিতে ইমনের পাশে বাবা ও শ্বশুর । কোনও ছবিতে আবার দেখা গেল গাড়ির সামনে সেলফি তুললেন ইমন ও নীলাঞ্জন ।
ছবিগুলো শেয়ার করে ক্যাপশনে ইমন লেখেন,'আমার বাবাইকে ধন্যবাদ স্বপ্নপূরণ করার জন্য। সব কিছুর জন্য ধন্যবাদ। চিয়ার্স আমাদের নতুন গাড়ির জন্য। জয় জগন্নাথ।' ইমনের পোস্টের কমেন্ট বক্স ভরে গিয়েছে শুভেচ্ছাবার্তায় ।
সম্প্রতি, যশ-নুসরতের ছবি ‘মেন্টাল’-এর গান 'কী একখান গান বানাইসে' সাড়া ফেলে দিয়েছে । গানটি গেয়েছেন ইমন । তাঁর এই গানটি রীতিমতো ট্রেন্ড করছে নেটমাধ্যমে ।