সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন অথচ ‘স্মার্ট দিদি’ নন্দিনীকে (Smart Didi Nandini) চেনেন না এমন মানুষ কমই আছেন। করোনা কালে চাকরি ছেড়ে বাবার ব্যবসায় হাত লাগান তিনি। গলায় ব্লুটুথ ইয়ার ফোন, পরনে জিনস-টিশার্ট - কখনও তিনি খুন্তি নাড়ছেন, কখনও বা কাউকে ভাত বেড়ে দিচ্ছেন। ডালহৌসির কাছে রাস্তার ধারেরই এক পাইস হোটেলের মালিক নন্দিনী ওরফে মমতা গঙ্গোপাধ্যায়। এই মুহূর্তে তিনি সোশ্যাল মিডিয়ার সেনসেশন। ইনস্টাগ্রামে তাঁর লক্ষ লক্ষ ফলোয়ার্স। এবার বড় পর্দায় দেখা মিলবে স্মার্ট দিদির।
Amitabh Bacchan in Kalki : কপালে তিলক, ঋষি বেশে অমিতাভ, 'কল্কি' সিনেমায় বিগবি-র লুক প্রকাশ্যে
প্রিয়দর্শী বন্দ্যোপাধ্যায় পরিচালিত 'তিন সত্যি' ছবিতে অভিনয় করবেন নন্দিনী। ছবিতে তাঁর চরিত্রের নাম নীলাক্ষী। স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছিল, তবে কি বন্ধ হয়ে যাবে নন্দিনীর ভাতের হোটেল? তবে স্মার্ট দিদি আশ্বস্ত করে জানিয়েছেন, হোটেল হোটেলের মতোই চলবে। বরং দুদিক সামলাতে প্রস্তুত তিনি।