গরমের ছুটিতে কচিকাঁচাদের মন জয় করতে আসছে 'কলকাতার হ্যারি' (Kolkatar Harry) । বলা ভাল,কলকাতার হ্যারি পটার । সম্প্রতি, সোহম চক্রবর্তী (Soham Chakraborty) ও প্রিয়াঙ্কা সরকার (Priyanka Sarkar) অভিনীত এই সিনেমার মুক্তির তারিখ প্রকাশ্যে এসেছে । সিনেমাটি মুক্তি পাচ্ছে আগামী ৬ মে ।
সম্প্রতি, সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন সোহম । সেই ছোট্ট ভিডিয়োতেই সিনেমা মুক্তির দিনক্ষণ ঘোষণা করেছেন অভিনেতা । ক্যাপশনে লিখেছেন, 'নিয়ে ম্যাজিক, গল্প আর স্কুল গাড়ি,/ শহরে আসছে কলকাতার হ্যারি '। ছবিতে অভিনয়ের পাশাপাশি প্রযোজনাও করেছেন সোহম । প্রযোজক হিসাবে এটাই প্রথম ছবি তাঁর । সোহম ও প্রিয়াঙ্কা ছাড়া সিনেমায় অভিনয় করছেন অরিন্দম গুহ, লাবনী সরকার, ঐশিকা গুহঠাকুরতা প্রমুখ ।
'কলকাতার হ্যারি' ওরফে হরিনাথ পাত্র, পেশায় স্কুলগাড়ির চালক । হ্যারি পটারের মতোই ম্যাজিক দেখাতে পারে সে । এই চরিত্রে অভিনয় করেছেন সোহম । অন্যদিকে, মোহর পেশায় স্কুল শিক্ষিকার চরিত্রে অভিনয় করছেন প্রিয়াঙ্কা সরকার । তাঁর থেকে ১৪ বছরের ছোট বোন রয়েছে, নাম তিতলি । হ্যারি, মোহর ও তিতলি, এই তিন চরিত্রের বন্ধুত্বের গল্প, তাঁদের জীবনের ওঠাপড়ার গল্প বলবে 'কলকাতার হ্যারি' ।