টলিপাড়া (Tollywood) পেতে চলেছে সাংসদ বিধায়ক জুটি এই কথা আগেই চাউর হয়ে গিয়েছে। অর্থাৎ খুব শিগগিরি একই ফ্রেমে ধরা দিতে চলেছেন দেব (Dev) এবং সোহম (Soham Chokroborty)। ইতিমধ্যেই চরিত্রের প্রয়োজনে দেব কসরত করার ছবি ধরা পড়েছে সোশ্যাল মিডিয়ায়। এবার এই ছবির জন্য শরীরচর্চা করতে দেখা গেল সোহমকেও।
শনিবার নিজের সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন সোহম। যে পোস্টে পাশাপাশি রয়েছে দুটি ছবি। একটি ছবিতে দেখা যাচ্ছে দেব নিডিল থেরাপি করাচ্ছেন। আর একটি ছবিতে শরীরচর্চা করে নিজেকে ফের গড়ে তুলছেন সোহম। ক্যাপশনে লিখেছেন, 'একই লাইনে দুটি ট্রেন মিলিত হলে বিস্ফোরণ তো ঘটবেই।' অর্থাৎ তিনি যে কোনও ধামাকার ইঙ্গিত দিলেন তা আর বোলার অপেক্ষা রাখে না। সোহমের এই পোস্ট দেখে আপ্লুত ভক্তরা।
আরও পড়ুন - শুভশ্রীর প্রযোজনায় নুসরতের আইটেম নাম্বার! ভাইরাল হল নাচ
দেব এন্টারটেইনমেন্ট ভেনচার্স ও বেঙ্গল টকিজ প্রযোজিত পরিচালক অভিজিৎ সেনের পরিচালনায় দেখা যাবে অভিনেতা সোহম চক্রবর্তীকে। প্রধান ছবিতে একটি বিশেষ চরিত্রেই ধরা দেবেন তিনি। ওই ছবির জন্য ইতিমধ্যেই কসরত করছেন অভিনেতা।