ফের রুপোলী পর্দায় জুটি বাঁধতে চলেছে নস্টালজিয়ায় ভরা জুটি সোহম চক্রবর্তী এবং শ্রাবন্তী চট্টোপাধ্যায়।
টলিপাড়ার অন্তরের খবর, পরিচালক অভিমন্যু মুখোপাধ্যায়ের ছবিতেই ফের এই জুটিকে দেখতে পাবেন দর্শকরা। ইতিমধ্যেই নাকি রোমান্টিক কমেডির মোড়কে গল্প সাজাচ্ছেন পরিচালক। ছবিটি প্রযোজনার দায়িত্বে থাকছে দাগ ক্রিয়েটিভ মিডিয়া। যদিও এই বিষয়ে এখনও মুখ খোলেননি প্রযোজক থেকে পরিচালক।
আরও পড়ুন - ৮০ এর দোরগোড়ায় শর্মিলা, করিনা থেকে সারা, নবাব প্রাসাদে চাঁদের হাট
এই প্রথম নয় ২৬ বছর আগে তাঁরা একসঙ্গে যাত্রা শুরু করেছিলেন শিশু শিল্পী হিসেবে। এরপর একের পর এক ছবিতে অভিনয় করেছেন সোহম-শ্রাবন্তী। কলেজের প্রেম থেকে প্রেয়সীকে না পাওয়ার বেদনা সব স্মৃতিই যেন বার বার উসকে দেয় এই জুটির একাধিক ছবি। এমনকি পরিচালক অভিমন্যুর পরিচালনায়ও টেকো, গুগলি, পিয়া রে-সহ বেশ কিছু ছবিতে তাঁদের একসঙ্গে দেখা গিয়েছে।