টলিউডের ছকভাঙা অভিনেত্রী সোহিনী সরকার। তাঁর অসংখ্য অনুরাগী সংখ্যা গুণে শেষ করা যাবে না। বরং যত দিন যাচ্ছে ততই লাফিয়ে বাড়ছে তাঁর ফ্যান ফলোয়ার্স। আর হবে নাই বা কেন! এই যেমন শনিবার সাত সকালে অন্য সোহিনীকে দেখে চোখ কপালে নেটবাসীর। মাথায় টানা ঘোমটা, চোখে ঘাঁটা কাজল, লাল বড় টিপ, অনবরত চিবোচ্ছেন পান, হাতে দুগাছা চুড়ি। বাঙালি লাস্যময়ীর এমন অবাঙালি লুকই মন চুরি করেছে লাখো অনুরাগীর।
Ritabhari Chakraborty: উইকেন্ড, লেজি ডে! কাজের তোয়াক্কা নেই, বিছানাতে আড়মোড়া ভেঙেই জানালেন ঋতাভরী
থিয়েটার থেকে বড় পর্দা তিনি সমস্ত চরিত্রেই তিনি সাবলীল। ব্যোমকেশের সত্যবতী হোক, কিংবা মন্দারের লেডি ম্যাকবেথ, পর্দায় অভিনেতাদের সঙ্গে জমিয়ে রসায়ন তৈরি করেছেন তিনি। এই মুহূর্তে নতুন প্রেমে পড়েছেন অভিনেত্রী। গায়ক শোভনের সঙ্গে মাঝেমধ্যেই ক্যামেরাবন্দি হতে দেখা যাচ্ছে সোহিনীকে।