Anik Dutta : নন্দনে নয় 'অপরাজিত' স্ক্রিনিং, অনীক দত্তের পাশে টলিউডের একাংশ, সায়নী ঘোষকে নিয়ে উঠল প্রশ্ন

Updated : May 13, 2022 16:58
|
Editorji News Desk

নন্দনে জায়গা পায়নি অনীক দত্ত (Anik Dutta) পরিচালিত ছবি 'অপরাজিত' (Aparajita) । এবার এরই বিরুদ্ধে সরব হল টলিউডের (Tollywood) একাংশ । পরিচালককেই সমর্থন করলেন শ্রীলেখা, জয়জিৎ, ইন্দ্রাশিসরা । সেইসঙ্গে, তাঁদের নিশানায় অভিনেত্রী তথা যুব তৃণমূল সভানেত্রী সায়নী ঘোষ (Sayooni Ghosh) । তাঁরা প্রশ্ন তুললেন, এবার পরিচালক অনীক দত্তের পাশে থাকবেন তো সায়নী ?

হঠাৎ সায়নীর প্রসঙ্গ কেন ? অনীকের 'ভবিষ্যতের ভূত' ছবিটি মুক্তির সময় সমস্যা তৈরি হয়েছিল । রাজ্য সরকারের কোপে পড়েছিল অনীক দত্তের ছবি । সেইসময় পরিচালকের পাশে ছিলেন সায়নী । সেইসময় তিনি সক্রিয় রাজনীতিতে যুক্ত ছিলেন না । এখন সায়নী যুব তৃণমূলের সভানেত্রী । আবার, অনীকের 'অপরাজিত'-তে অভিনয় করছেন তিনি । সেক্ষেত্রে, এবারও কি দলের বিরুদ্ধে গিয়ে পরিচালকের পাশে দাঁড়াবেন সায়নী ? প্রশ্ন তুলেছেন জয়জিৎ বন্দ্যোপাধ্যায় । নাম না করে সায়নীকে কটাক্ষ করে জয়জিতের প্রশ্ন, 'আগের বার পরিচালকের পাশে যিনি ছিলেন, এবারেও তিনি থাকবেন তো?'একই প্রশ্ন শ্রীলেখারও । নেটমাধ্যমে শ্রীলেখা লিখেছেন, 'বাংলা ছবির পাশে দাঁড়ানো নিয়ে যাঁরা গলা ফাটিয়েছিলেন, এ বার তাঁরা পরিচালকের পাশে দাঁড়াবেন কি? প্রতিবাদ জানাবেন এই অন্যায়ের? তা হলে বোঝা যাবে তাঁদের চলচ্চিত্র প্রেম। নইলে আবারও প্রমাণিত, সব ভন্ডামি!'

আরও পড়ুন, Editorji exclusive: বাঙালির আইকনের চরিত্রে জিতু কমল, 'অপরাজিত' মুক্তির ঠিক আগে স্নায়ুর চাপ বাড়ছে?
 

নন্দনে অনীক দত্তের সিনেমা জায়গা না পাওয়ায় রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন ইন্দ্রাশিস আচার্য । তাঁর দাবি, তাঁর ছবি 'বিল্লু রাক্ষস' নন্দনে জায়গা পায়নি । আরও বহু ছবি কষ্ট করে টাকা জোগাড় করে তৈরি হওয়ার পরেও নন্দনে জায়গা পায় না । এ বার এর প্রতিবাদ হোক !"

জানা গিয়েছে, নন্দন (Nandan) এবং রাধা প্রেক্ষাগৃহে দেখানো হচ্ছে না সত্যজিতের ‘পথের পাঁচালী’ তৈরির নেপথ্য কাহিনি নিয়ে তৈরি 'অপরাজিত'। এর কারণ জানেন না পরিচালক নিজেই । এই প্রসঙ্গে এক সংবাদমাধ্যমকে পরিচালক অনীক দত্ত (Anik Dutta) জানিয়েছেন, "ছবিটা দেখার জন্য বহু দর্শকের অধীর প্রতীক্ষা ছিল । সকলের পক্ষে তো আর মাল্টিপ্লেক্সে গিয়ে ছবি দেখা সম্ভব নয় । বেশ কয়েক দিন ধরেই শুনছিলাম, ছবিটি নন্দনে দেখানো না-ও হতে পারে । নন্দনে ছবিটি দেখানো হলে অবশ্যই ভাল হত । কারণ, শুধু তো শহর নয়, শহরতলির দর্শকেরাও ছবি দেখতে আসেন নন্দনে ।"

রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, ৬ মে নন্দন খুলেছে । চারটি ছবি চলছে । ২০টি ছবি অপেক্ষায় রয়েছে । এই অল্প সময়ের মধ্যে ওই চারটি ছবিকে তুলে দেওয়া সম্ভব নয় । এই মুহূর্তে নন্দনে চলছে 'কিশমিশ','রাবণ', 'অভিযান', 'মিনি'।

TollywoodAparajitaNandananik dutta

Recommended For You

editorji | বিনোদন

Dev Khaddan : ছক ভেঙে মধ্যরাতে মুক্তি, পুষ্পাকে দেবের রির্টান গিফট খাদান

editorji | বিনোদন

Khadaan vs Pushpa 2: আল্লুর দাপটে কোণঠাসা দেব? 'পুষ্পা' বনাম 'খাদান', কার পাল্লা ভারী? খোঁজ নিল এডিটরজি

editorji | বিনোদন

Khadaan VS Sontan : দেবের খাদান নাকি মিঠুনের সন্তান, কার পাল্লা ভারী ?

editorji | বিনোদন

Emraan Hashmi Kissing : স্ত্রীয়ের চড় থেকে নায়িকার মুখের দুর্গন্ধ, ইমরান হাসমির 'কিস'-কা কিস্সা

editorji | বিনোদন

Pushpa 2: আল্লু জেলে যেতেই শাপে বর! ১১ দিনে কোন কোন রেকর্ড ভাঙল পুষ্পা-২ ?