পর্দার মিঠাই ছিল সাদাসিধে, কোমর ছাঁপানো চুল। শাড়ির সঙ্গে লম্বা বিনুনিতেই মিঠাই রূপে পর্দায় ধরা দিতেন সৌমিতৃষা। কিন্তু ধারাবাহিক শেষ হতেই সেই চুল এসে ঠেকেছে ঘাড়ে ! অর্থাৎ কাঁচির কোপে অমন সুন্দর চুল উড়িয়ে লেয়ার্স কেটেছেন মিঠাই। দেবের নায়িকা হতেই নাকি সাধের চুলে কাঁচি চালিয়েছেন তিনি। তাঁর কথায় ,’ গা থেকে পুরনো গন্ধ তো মুছতে হবে!’ দেবের ‘প্রধান’তে হিল ও পরবেন নায়িকা। তবে এর চেয়ে বেশি লুক নিয়ে কিছুই খোলসা করেননি সৌমি।
Tollywood: অগাস্ট জুড়ে মন্ত্রী-বিধায়কদের দাপট! মুক্তির অপেক্ষায় একগুচ্ছ বাংলা ছবি ও সিরিজ
উল্লেখ্য, একেবারে প্রথম ধারাবাহিক দিয়েই দর্শকদের ঘরের মেয়ে হয়ে উঠেছিলেন অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু (Soumitrisha Kundoo)। নিজের নামের থেকেও তিনি ‘মিঠাই’ নামেই বেশি খ্যাত। এই ধারাবাহিকের পর আর পিছন ফিরে তাকাতে হয়নি তাঁকে। ছোটপর্দা থেকে এক লাফে বড়পর্দায় জায়গা করে নিয়েছেন তিনি। তাও তাঁর প্রথম ছবিই টলিউড সুপারস্টার দেবের সঙ্গে।