শুটিং সেটে পায়ে গুরুতর চোট পেলেন অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু। মিঠাইরানীর চোট এতটাই মারাত্বক যে হাসপাতালে পর্যন্ত ছুটে যেতে হয়েছে তাঁকে।
অভিনেত্রীর সোশ্যাল মিডিয়া বলছে, শুটিং ফ্লোরে তাঁর বাঁ পায়ের নখ উলটে রীতিমতো রক্তারক্তি কাণ্ড ঘটে গিয়েছে। দুটি ছবি শেয়ার করে নিজের শরীরের অবস্থার কথা জানিয়েছেন সৌমিতৃষা। যা দেখে রীতিমতো উদ্বেগে ভক্তরা।
ঠিক কী হয়েছিল?
জানা গিয়েছে, পার্ক হোটেলে একটি শ্যুটের কাজ চলছিল অভিনেত্রীর। সিঁড়ি দিয়ে নামতে গিয়েই আচমকাই পা-টা হড়কে যান। বড় দুর্ঘটনা ঘটতে পারত। কিন্তু কোনও রকমে বসে পড়েছিলেন। ফলে পায়ে চোট লেগে নখ পুরো উঠে যায়।
আরও পড়ুন -দু'দিন ধরে হাসপাতালে, কেমন আছেন কবীর সুমন? খোঁজ নিলেন মমতা
প্রাথমিক চিকিৎসার পরে কাজ সারেন অভিনেত্রী। পরে হাসপাতালে যান। ইনজেকশন দিয়ে ড্রেসিং করা হয়। আপাতত যন্ত্রণায় কাবু হয়ে পড়েছেন পর্দার মিঠাই। হাঁটতে অসুবিধে হচ্ছে বলে জানিয়েছেন অভিনেত্রী।