কেউ তাঁকে চেনে ‘প্রিয়তমা’ নামে, কারও বা কাছে তিনি ‘কিশোরী’ । ছোটপর্দা দিয়ে শুরু করেছিলেন কেরিয়ার। কিন্তু বড়পর্দায় পা রেখেই তিনি হাঁকিয়েছেন ছক্কা। দুই বাংলার দুই সুপারস্টারের সঙ্গে পর পর ব্লকবাস্টার দুটি ছবিতে কাজ করে, এই মুহূর্তে দর্শকদের চোখের মণি ধূসর চোখের এই মেয়ে। তিনি ইধিকা পাল। রিমলি দিয়ে পর্দায় পসার জমানো তাঁর , বিপরীতে ছিলেন জন ভট্টচার্য। কিন্তু ‘খাদান’ দেবের বিপরীতে তিনিই নায়িকা। বরং জন ছিলেন একটি পার্শ্ব চরিত্রে। এরপর তাঁকে দেখা যায় ‘পিলু’ ধারাবাহিকে, রঞ্জা চরিত্রে। কিন্তু ছোটপর্দার মায়া তুলনামূলক আগেই কাটিয়ে ফেলেছেন ইধিকা।
তবে যেই মেয়েকে এখন সকলে ইধিকা নামে চেনে, তাঁর অন্য আরও এক নাম রয়েছে। আজকের ইধিকার আসল নাম কিন্তু টুম্পা পাল। ইন্ডাস্ট্রিতে পা রাখার কিছুদিনের মধ্যেই তিনি সে নাম বদলে ফেলেন যদিও। দুটি ধারাবাহিকের পর আর তাঁকে পিছনে ফিরে তাকাতে হয়নি।
টলিউডের এই ‘কিশোরী’ কিন্তু অল্প কদিনের মধ্যেই ঘুম উড়িয়ে দিয়েছে দুই বাংলার। কিন্তু ইধিকা কাকে মন দিলেন জানেন? শোনা যাচ্ছে, টালিপাড়ার খ্যাতনামা ফটোগ্রাফার তথাগত ঘোষের সঙ্গে এখন মাঝেমধ্যেই দেখা যাচ্ছে তাঁকে। সম্প্রতি হিমাচলের ছিটকুলে একসঙ্গে বেড়াতেও গিয়েছিলেন তারা। তাঁদের সাম্প্রতিক ছবি নিয়ে বেজায় চর্চা শুরু হয়েছে। যদিও এখনও এই নিয়ে মুখ খোলেননি ইধিকা।