সদ্যই গাঁটছড়া বেঁধেছেন দর্শনা বণিক এবং সৌরভ দাস। বিয়ের পর এটাই তাঁদের প্রথম ক্রিসমাস। বড়দিনে কী কী করলেন নবদম্পতি? সেই ঝলক নিজেদের সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিলেন তাঁরা।
দর্শনা তাঁর ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে অনুরাগীদের ক্রিসমাসের শুভেচ্ছা জানান। ওই ছবিতে দেখা যাচ্ছে, লাল সোয়েটার পরে সৌরভের বুকে মাথা গুঁজে রেখেছেন দর্শনা। আর আলোর দিকে তাকিয়ে আছেন অভিনেতা সৌরভ। এই ছবিটি পোস্ট করে তিনি লেখেন, 'সকলকে জানাই মেরি ক্রিসমাস'।
আরও পড়ুন - বড়দিনের সন্ধেয় রাজ -শুভশ্রী, জমজমাট ক্রিসমাস সেলিব্রেশন
ক্রিসমাসের বিকেলেওর ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। বড়দিনের রাতে তাঁদের দেখা যায় পার্টি মুডে। দর্শনার পরনে ছিল লাল ড্রেস। অল ব্ল্যাক লুকে দেখা যায় সৌরভকে। হাউজ পার্টিতে মেতেছিলেন দুজনে। তাঁদের অন্যান্য বন্ধুদের সঙ্গে ওই পার্টিতে যোগ দেন অভিনেত্রী তথা সৃজিত মুখোপাধ্যায়ের স্ত্রী রাফিয়াত রশিদ মিথিলাও।