রিল কিংবা ভিডিও, সোশ্যাল মিডিয়া খুললেই যেন একটাই গান 'জামাল-কাদু' বা 'জামাল জামালু'। রণবীর কাপুর অভিনীত 'অ্যানিমাল' ছবির এই গানের তালে কার্যত মোহিত নেটপাড়া। বিয়ের আগে ভাইরাল এই গানে তালে কোমর দোলালেন টলিপাড়ার মন্টু পাইলট অর্থাৎ অভিনেতা সৌরভ দাস। যে ভিডিয়ো নিজের সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন অভিনেতা নীল ভট্টাচার্য।
নীলের শেয়ার করা ভিডিয়োতে দেখা গিয়েছে, সৌরভ দাস, নীল ভট্টাচার্য-সহ তাঁদের বেশ কয়েকজন বন্ধু মিলে ভাইরাল এই গানে পা মিলিয়েছেন। হবু বর সৌরভের পরনে লাল পাঞ্জাবী। আর মাথায় বিয়ের টোপর। আর নীল-সহ সৌরভের বাকি বন্ধুদের দেখা গিয়েছে, অ্যানিম্যাল সিনেমার ববি দেওয়ালের সিগনেচার ডান্স স্টেপের মতো করে মাথায় গ্লাস নিয়ে নাচতে। সকলের হাতেই ছিল কাঁসার গ্লাস। যা দেখে বোঝাই যাচ্ছে, বিয়ের কোনও এক আয়োজনের মাঝেই ভাইরাল এই গানে কোমর দুলিয়েছেন সকলে।
আরও পড়ুন - ফের রুপোলি পর্দায় সোহম-শ্রাবন্তী, কোন ছবিতে জুটি বাঁধবে এই জুটি?
ক্যাপশনে নীল লিখেছেন, বিয়ের আগে শেষ নাচ। একই সঙ্গে এই বিশেষ মুহূর্তের ভিডিয়ো করার জন্য নীল ধন্যবাদ জানিয়েছেন স্ত্রী তৃণা সাহাকে। ইতিমধ্যেই এই ভিডিয়োতে কমেন্টের বন্যা বইয়ে দিয়েছেন সৌরভ এবং নীলের অনুরাগীরা।