প্রেমে পড়েছেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee) । তাঁর এখন বেশিরভাগ সময় কাটছে সেই স্পেশ্যাল সদস্যের সঙ্গেই । চট্টোপাধ্যায় পরিবারেরও চোখের মণি । কিন্তু কে তিনি ? পরিচয় করালেন খোদ শ্রাবন্তীই । লুকোছাপা না করেই, সকাল সকাল সোশ্যাল মিডিয়ায় তাঁর সঙ্গে আদুরে ছবি পোস্ট করলেন নায়িকা ।
নায়িকার জীবনে এই নতুন সদস্যকে দেখলে আপনিও চোখ সরাতে পারবেন না । সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ছবিতে দেখা গেল, এক কুকুরছানার সঙ্গে খুনসুটি করছেন শ্রাবন্তী । আসলে, শ্রাবন্তী পোষ্যপ্রেমী । নায়িকার বাড়িতে ইতিমধ্যেই তিনটি পোষ্য রয়েছে। এবার তাঁর পরিবারে যোগ হল আরও একটি পোষ্য । সেই ছবিই নিজের ইন্সটাগ্রামে শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী, ক্যাপশনে লিখেছেন, 'আমার রূপকথার গল্পের পরিবারে তোমায় স্বাগত।'
আরও পড়ুন - বেনারসে 'দরদ'-এর শুটিং, দর্শকদের মন কাড়ছে শাকিব-সোনালের রসায়ন
এই ছবি দেখে বেশ আনন্দিত হয়েছেন টলিউড অভিনেত্রী মিমি এবং শুভশ্রীরাও। মিমি কমেন্ট সেকশনে জিজ্ঞেস করেছেন শ্রাবন্তী তাঁর সদস্যের নাম কী রেখেছেন। নায়িকা জানিয়েছেন, তাঁর পরিবারে নতুন সদস্যের নাম 'রোজ।'