বিজয়ার পর থেকেই তোড়জোড় শুরু হয়ে যায় আরও একটি পুজোর। আজ কোজাগরী লক্ষ্মী পুজো। সেলেব থেকে সাধারণ মানুষ, আজ ঘরে ঘরে পূজিত হচ্ছেন দেবী লক্ষ্মী। উঠোন জুড়ে আল্পনা এঁকে, নানা পদে ভোগ দিয়ে, শাঁখ বাজিয়ে পুজো করা হয় কোজাগরীর।
Aparajita Adhya-Laxmi Puja: মায়াপুর থেকে আনা পোশাক, গয়না! নিজের হাতে মা লক্ষ্মীকে সাজালেন অপরাজিতা
তবে এই দিনে বাড়িতেই নেই অভিনেত্রী শ্রীলেখা মিত্র। ভিন রাজ্যে লক্ষ্মী পুজোর দিন মন বসছে না তাঁর। সকাল থেকেই খুঁত খুঁত করছিল মনটা। তাই মুম্বইতে নিজের মতো করে দেবী লক্ষ্মীর আরাধনা সারলেন শ্রীলেখা। সঙ্গে জোগ করলেন কলকাতার বাড়ির পুজোর ছবিও।