'ভূতে বিশ্বাস করেন?'এই নিয়ে মানুষের মনে প্রশ্ন, দ্বিধার শেষ নেই । কেউ বলেন, ভূত আছে, কেউ আবার ভূতে বিশ্বাস করতে নারাজ । তবে,সম্প্রতি এই প্রশ্নই নেটমাধ্যমে ঘুরপাক খাচ্ছে । আর প্রশ্নকর্তা হলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra) । ব্যাপারখানা কী ?
এটা আসলে শ্রীলেখার নতুন ওটিটি (OTT) প্রোজেক্ট । সম্প্রতি, তার পোস্টার শেয়ার করেছেন তিনি । সিনেমার নামও তাই । 'ভূতে বিশ্বাস করেন?' অজিতাভ বরাটের পরিচালনায় শ্রীলেখার (Sreelekha Mitra in Ott Platform) সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে শিলাজিৎ-কে । ছবিটি মোজোপ্লেক্স ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে এই সিনেমা ।
শ্রীলেখা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, একটি রাতের গল্প দেখানো হবে এই সিনেমায় । যেখানে,শ্রীলেখা গল্প বলবেন শিলাজিৎকে । জানা গিয়েছে, ভূতের থেকে সেখানে রহস্যই বেশি থাকবে ।
উল্লেখ্য, সম্প্রতি, শ্রীলেখা প্রযোজিত ও পরিচালিত ছবি 'এবং ছাদ' নন্দনে জায়গা করে নিয়েছে । সাউথ এশিয়ান শর্ট ফিল্ম ফেস্টিভ্যালের প্রতিযোগিতা বিভাগে মনোনীত হয়েছে শ্রীলেখার এই ছবিটি।