কবি থেকে এবার পরিচালক শ্রীজাত (Srijato Bandyopadhyay) । মুক্তি পেল তাঁর প্রথম ছবি 'মানবজমিন' (Manobjomin)-এর প্রথম পোস্টার । আর পোস্টার প্রকাশ্যে আসতেই তা দর্শকদের নজর কেড়েছে ।
নীল আকাশ । সবুজ দিগন্তে পাশাপাশি দাঁড়িয়ে দুই নারী-পুরুষ (Maobnomin Poster Released) । কাঁটাতারের বেড়া পেরিয়ে কাঠের দরজা খুলে দাঁড়িয়ে রয়েছেন তাঁরা । হলুদ রঙের পাঞ্জাবি পরেছেন ছেলেটি, আর লাল রঙের শাড়িতে নজর কেড়েছে মেয়েটি । এই দুই নারী-পুরুষই সিনেমার মুখ্য চরিত্র । অভিনয় করছেন পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee) ও প্রিয়াঙ্কা সরকার (Priyanka Sarkar) । এছাড়া, পরাণ বন্দ্যোপাধ্যায়কেও দেখা যাবে এই সিনেমায় ।
ছবির গল্প ‘মানবজমিন’ স্বেচ্ছাসেবী সংস্থাকে কেন্দ্র করে- । কুহু ওরফে প্রিয়াঙ্কা এই সংস্থা চালান । সঙ্কেত ওরফে পরমব্রত কুহুকে ভালবাসেন । একটা সময়,ধীরে ধীরে সবাই নানা ভাবে জড়িয়ে পড়বে এই সংস্থার সঙ্গে । এই বছরের শেষেই মুক্তি পেতে পারে 'মানবজমিন' ।