পুজোয় মুক্তি সৃজিত মুখোপাধ্যায়ের ‘দশম অবতার’ এর। পর্দায় ফিরছেন প্রবীর রায়চৌধুরীর ভূমিকায় বুম্বা দা। কপ দুনিয়া নিয়ে প্রথমবার ছবি বানাচ্ছেন সৃজিত। আর তাতেই ষ্টার কাস্টদের ছড়াছড়ি। যিশু সেনগুপ্ত, জয়া আহসান, অনির্বাণ ভট্টাচার্য কে নেই তালিকায়!
সম্প্রতি ইনস্টাগ্রামে দশম অবতারের এক ঝলক প্রকাশ্যে এনেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সকলেই মোটামুটি আড্ডার মেজাজে। শ্যুটিং এর ফাঁকেই একটি ছোট্ট মুহূর্ত শেয়ার করলেন বুম্বা দা। প্রসেনজিৎ বললেন, ‘‘এখন ভোর তিনটে। আমরা শুটিং শেষ করলাম। পোদ্দারের সঙ্গে একটা লম্বা জার্নি।’’ ছবিতে অনির্বাণ প্ৰজেনজিৎ এর জুটি দেখতে মুখিয়ে সিনেপ্রেমীরা।