প্রায় একই সময়ে একই গল্প নিয়ে রহস্যের কিনারা করতে আসছে দুই ব্যোমকেশ৷ পরিচালক বিরষা দাশগুপ্তর পরিচালনায় দেব ব্যোমকেশ, এবং সৃজিত মুখোপাধ্যায়ের ব্যোমকেশ অনির্বাণ। ছবির ঘোষণা হওয়ার পর থেকেই স্বাস্থ্যকর রেষারেষি চলছে। দেবের ট্রেলার মুক্তি পেতেই রবিবার প্রকাশ্যে এল সৃজিতের ছবির মোশন পোস্টার৷ একই দিনে মুক্তি পাবে এই দুই ছবি। একটি সিনেমা হিসেবে বড়পর্দায় ও একটি ওয়েব সিরিজ হিসেবে 'হইচই' (Hoichoi)-এর ওয়েব প্ল্যাটফর্মে।
Adrit Roy-Kaushambi: 'পাগলিটা!' জন্মদিনে আর রাখঢাক নয় , কৌশাম্বীকে জড়িয়ে পোস্ট আদৃতের
শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের 'দুর্গরহস্য' উপন্যাসকে নিয়েই তৈরি হয়েছে এই ছবি ও ওয়েব সিরিজ। মজার ব্যাপার অনির্বাণ ভট্টাচার্য্য ইতিমধ্যেই ব্যোমকেশের জুতোয় পা গলিয়ে প্রশংসিত। দেবের জন্য চরিত্রটা নতুন। দেবের সত্যবতী হবেন রুক্মিণী। তাঁর লুক নিয়েও চর্চা শুরু হয়েছে নেটপাড়ায়। এখন বাঙালি কার্যত ‘দুই’ ব্যোমকেশের অপেক্ষায় দিন গুনছেন।