থেমে নেই সৃজিত মুখোপাধ্যায়। 'দশম অবতার' দুর্দান্ত হিট। ইতিমধ্যেই দেব, রুক্মিনী, টোটা রায় চৌধুরীকে নিয়ে পরবর্তী ছবি 'টেক্কা'র ঘোষণা করে ফেলেছেন সৃজিত। শোনা যাচ্ছে, তারপরেই নাকি টিম 'ভিঞ্চি দা'কে পর্দায় ফেরাবেন পরিচালক। ছবির নাম 'গভীরে যাও', তবে এটি ভিঞ্চিদা ফ্র্যাঞ্চাইজির কিনা সেবিষয়ে এখনও কিছুই জানা যায়নি।
Prabha Atre: শাস্ত্রীয় সঙ্গীতের দুনিয়ায় ফের ইন্দ্রপতন , প্রয়াত সঙ্গীতশিল্পী প্রভা আত্রে।
সৃজিতের ছবি 'বাইশে শ্রাবণে'র, গানের লাইন ধার করেই ছবি বানাচ্ছেন সৃজিত। তাই অনুমান, এবারেও সঙ্গীত পরিচালনার দায়িত্বে থাকবেন অনুপম রায়। ঋত্বিক চক্রবর্তী, রুদ্রনীল ঘোষ, অনির্বাণ ভট্টাচার্য থাকছেন গুরুত্বপূর্ণ চরিত্রে, নায়িকাদের মধ্যে উঠে আসছে দুটি নাম সোহিনী সরকার এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়।