বিশ্বজুড়ে করোনা কালে যখন সবাই ঘরবন্দি, তখন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়কে দোলা দিয়েছিল ব্রিটিশ বিরোধী অগ্নিকন্যা স্বাধীনতা সংগ্রামী বীণা দাসের কাহিনী। তিনি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে বাংলার গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে হত্যার চেষ্টা করেছিলেন, কারাবাস হয়েছিল ৯ বছর।আগেই জানিয়েছিলেন এই বিষয়ে ছবি করবেন পরিচালক?
Aneek Dhar: 'হম দো, হমারে দো', স্ত্রীর সঙ্গে ছবি দিয়ে সুখবর শোনালেন অনীক
জানা যাচ্ছে এই আগুনে চরিত্রর জন্য পরিচালক বেছেছেন ছোটপর্দার রানীমা দিতিপ্রিয়া রায়কে। দিদিতিপ্রিয়া অবশ্য পুরো মুখ খোলেননি, তাঁর কথায় , ‘‘গত তিন বছর ধরে সৃজিতদার সঙ্গে কথা হচ্ছে। এখনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।’’