মৃণাল সেনের বায়োপিক অর্থাৎ 'পদাতিক' ছবিতে শোনা যাবে সত্যজিৎ রায়ের কণ্ঠস্বর। এমনই চমক দিতে চলেছেন ছবির পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। আর এই অসাধ্য সাধন করবে AI অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা।
পরিচালক সৃজিত জানিয়েছেন, এক মার্কিন সংস্থার মাধ্যমে প্রবাদপ্রতিম পরিচালক সত্যজিত রায়ের ভয়েস তৈরির কাজ হচ্ছে। তাঁর ভয়েস স্যাম্পেল বসিয়েই গোটা কাজ হবে। এই কাজের জন্য পরিচালকের পরিবারের অনুমতি নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
আরও পড়ুন - 'পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের সেই মেয়েটি',ক্যানসার দিবসে তাহিরার উদ্দেশে বার্তা আয়ুষ্মানের
মৃণাল সেনের জন্মশতবর্ষে তাঁকে নিয়ে ছবি করছেন সৃজিত। ছবিতে মৃণাল সেনের চরিত্রে অভিনয় করছেন চঞ্চল চৌধুরী। আর তাঁর স্ত্রীর ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে মনামী ঘোষকে। আর সত্যজিৎ রায়ের ভূমিকায় দেখা যাবে জীতু কমলকে।