এই তো মে মাসের কথা । নন্দনে ছবি মুক্তি নিয়ে দু'জনের মধ্যে দ্বন্দ্ব, মনোমালিন্য । কিন্তু, বুধবার রাতের সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটা ছবি বলে দিল অন্য় কথা । হাসিমুখে একসঙ্গে ফ্রেমবন্দি হলেন রাজ চক্রবর্তী (Raj Chakraborty) ও সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji) । সৌজন্যে রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh )।
বুধবার রাতে রুদ্রনীলের বাড়িতে জমাটি আড্ডায় উপস্থিত ছিলেন টলিউডের বেশ কয়েকজন তারকা । আসর জমে উঠেছিল সোহিনী সরকার (Sohini Sarkar), শুভশ্রী গঙ্গোপাধ্যায়(Subhashree Ganguly), দেবালয় ভট্টাচার্য, ইন্দ্রদীপ দাশগুপ্তের উপস্থিতিতে । সেখানে হাজির ছিলেন রাজ চক্রবর্তী ও সৃজিত মুখোপাধ্যায়ও । সুযোগ বুঝে রাজ-সৃজিতের অন্তরঙ্গ আড্ডার মুহূর্ত ক্যামেরা বন্দি করেছেন রুদ্রনীল । সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছেন । ছবিতে, একফ্রেমে রাজ-সৃজিত (Raj-srijit in one frame) । মুখে চওড়া হাসি । ধুয়ে মুছে সাফ মনোমালিন্য ।
আরও পড়ুন, Parambrata-Swastika : বহু বছর পর ফের একসঙ্গে পরমব্রত-স্বস্তিকা, রাজনীতির আবহে তৈরি হবে 'শিবপুর'
এই বিষয়ে রাজ এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘‘কাজের কারণে কখনও কখনও হয়তো আমাদের মধ্যে মতবিরোধ তৈরি হয় । আদতে আমরা কিন্তু কেউই কারও শত্রু নই ! এই বন্ধুত্বে রাজনীতিও ছায়া ফেলে না ।’’
কী হয়েছিল রাজ ও সৃজিতের মধ্যে ? নন্দনে জায়গা পেয়েছিল রাজের 'হাবজি-গাবজি'। কিন্তু সৃজিতের ‘এক্স=প্রেম’ প্রথম সপ্তাহে নন্দনে স্ক্রিন পায়নি । ফলে খানিকটা অসন্তোষ প্রকাশ করেছিলেন সৃজিত । সোশ্যাল মিডিয়াতেও দুজনের মধ্যে হালকা দ্বন্দ্বের আঁচ পেয়েছিল সকলেই । যদিও পরে বিষয়টা নিজেদের মধ্যে মিটমাট করে নেন সৃজিত-রাজ । তাঁরা জানান, কেউ একে অপরের ছবির বিরোধী নয়, শুধু নিজের ছবি নিয়েই ভেবেছেন তাঁরা ।