এক সিনেমা । অভিনেতা ১২ জন । পরমব্রত, ঋত্বিক থেকে কৌশিক সেন, সৌরসেনী...কে নেই । সৃজিতের আগামী প্রোজেক্ট 'সত্যি বলে সত্যি কিছু নেই' সিনেমা নিয়ে দর্শকদের মধ্যে কৌতূহল তুঙ্গে । যদিও ছবির নাম এখনও চূড়ান্ত হয়নি । ইতিমধ্যেই শুটিং শেষ করেছেন পরিচালক । এবার ৬ চরিত্রের ফার্স্ট লুক প্রকাশ্যে আনলেন তিনি ।
৬ জনের মধ্যে সবথেকে বেশি নজর কেড়েছে পরমব্রত-র লুক । লাল পাঞ্জাবি, পাড় দেওয়া ধুতি, গলায় সিল্কের স্কার্ফে , চোখে কমলা রঙের চশমা...একেবারে অন্য রকম চরিত্রে যে পরবমত অভিনয় করবেন, তা এই লুক দেখেই স্পষ্ট । তাঁর চরিত্রের নাম সত্য । অন্যদিকে, ঋত্বিককে দেখা গেল পাজামা, পাঞ্জাবিতে । কপালে তিলক কাটা । সুমিত নামে তাঁর সঙ্গে সিনেমায় পরিচয় হবে দর্শকদের সঙ্গে ।
প্রথমবার সৃজিতের সঙ্গে কাজ করছেন অনন্যা চট্টোপাধ্যায় । রূপার চরিত্রে অভিনয় করবেন তিনি । শাড়ি ও খোলা চুলে একেবার মড লুকে দেখা গিয়েছে অভিনেত্রীকে । একইসঙ্গে প্রকাশ্যে এসেছে অর্জুন চক্রবর্তী, কাঞ্চন মল্লিক ও ফাল্গুণী চট্টোপাধ্যায়ের ফার্স্ট লুক । এছাড়াও অভিনয় করছেন, কৌশিক সেন, অনির্বাণ চক্রবর্তী, সৌরসেনী মৈত্র,রাহুল বন্দ্যোপাধ্যায় ও সুহোত্র মুখোপাধ্যায়রা । সৃজিত জানিয়েছেন, এতজন অভিনেতার সঙ্গে কাজ করে তাঁর অভিজ্ঞতা দারুণ । এসভিএফ-এর প্রযোজনায় কবে মুক্তি পাবে সিনেমা তা এখনও জানা যায়নি ।
টলিউডের অন্যতম ব্যস্ত পরিচালক সৃজিত মুখোপাধ্যায় । তাঁর ঝুলিতে এখন সিনেমার সম্ভার । গত বছর একাধিক বাংলা ছবি উপহার দিয়েছেন দর্শকদের । 'অতি উত্তম' দিয়ে এবছরটা শুরু হয়েছে ভালই। কয়েক মাস আগেই শেষ করেছেন টেক্কা-র শুটিং ।