জমজমাট নিউমার্কেট। ইতিউতি জমে রয়েছে ভিড়। তারমধ্যে দিয়েই ছুটছেন বাংলার সুপারহিরো প্রসেনজিৎ চট্টোপাধ্য়ায়। হঠাৎ কী হল যে প্রসেনজিৎ নিউমার্কেটে ছোটাছুটি করছেন। না কিছুই হয়নি। আসলে হগ মার্কেটে চলে বাংলার নতুন ছবি দশম অবতারের শুটিং।
হাজির ছিলেন ছবির পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। আসলে সৃজিতের অ্যাকশনেই কাজ করছেন বুম্বাদা। ছবির ঘোষণা আগেই হয়েছিল। এবার শুরু হল শুটিং। খাস কলকাতাতেই জমে উঠল দশম অবতারের বিভিন্ন দৃশ্য।
বাংলায় এই প্রথম 'কপ ইউনিভার্স' অর্থাৎ 'পুলিশি দুনিয়া' নিয়ে ছবি বানানো হচ্ছে, যার কারিগর সৃজিত। জানা গিয়েছে, এই ছবির মাধ্যমেই এই ছাতার তলায় আসছেন 'বাইশে শ্রাবণ'-এর প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত প্রবীর রায় চৌধুরী এবং 'ভিঞ্চি দা'-র অনির্বাণ ভট্টাচার্য অভিনীত বিজয় পোদ্দার চরিত্রটি। ছবির সঙ্গীতা আয়োজনের দায়িত্বে রয়েছেন অনুপম রায়। গান গাইবেন অরিজিৎ সিং।
আরও পড়ুন - পোস্টারে দেবের হাতে সাপ জড়ানো, আসলে শুটিং কীভাবে হয়েছিল, ভিডিয়ো ভাগ করে নিলেন দেব
২২শে শ্রাবণ ছবির প্রিক্যুয়াল এই ছবি। ইতিমধ্যে একটি ভিডিয়ো প্রকাশিত হয়েছে যেখানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কণ্ঠের সেই বিখ্যাত সংলাপ শোনা গিয়েছে, 'হে বন্ধু বিদায়'। আর তার পরেই একটি গুলির শব্দ। অর্থাৎ বোঝাই যাচ্ছে ২২ শে শ্রাবণ ঠিক যেখানে শেষ করেছিলেন সেখান থেকেই ফের শুরু করে দর্শকদের এক রহস্য রোমাঞ্চে ভরপুর ছবি উপহার দিতে চলেছেন সৃজিত।