পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের (Srijit Mukherji) 'এক্স =প্রেম' ছবির পোস্টার রিলিজ করল ভেঙ্কটেশ ফিল্মস (SVF)। ১৩ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে তারকাখচিত ছবি 'এক্স = প্রেম' (X=Prem)। এক দম্পতির প্রেম, বৈবাহিক জীবনের ওঠাপড়ার গল্পই এই ছবির বিষয়। ছবিতে দেখা যাবে অর্জুন চক্রবর্তী, মধুরিমা বসাক, অনিন্দ্য সেনগুপ্ত, শ্রুতি দাসের মতো তারকাদের।
২০২১ সালের জুলাই মাসে এই ছবির শুটিং শুরু হয়েছিল। কলকাতা ও পাশ্ববর্তী অঞ্চলেই হয় শুটিং। সৃজিতের নতুন ছবির মুখ্য চরিত্ররা খিলাৎ বন্দ্যোপাধ্যায়, জয়ী চৌধুরী, অর্ণব দত্ত ও অদিতি দত্ত। এই ছবিতেই ডেবিউ করছেন অনিন্দ্য সেনগুপ্ত (Anindya Sengupta) ও শ্রুতি দাস (Shruti Das)। সদ্য ফেলুদার আগামী সিরিজ (Pheluda Next Series) 'দার্জিলিং জমজমাট'-এর শুটিং সেরে ফিরেছেন সৃজিত মুখোপাধ্যায়। এবার সামনে নতুন ছবি। এক্স = প্রেম ছবির পোস্টার নিজের ওয়ালেও শেয়ার করেছেন পরিচালক।
আরও পড়ুন: 'ইস্কাবনের বিবি'-র শুটিং শুরু, সিনেমার লোগো শেয়ার করলেন অরিন্দম শীল
নতুন ছবি নিয়ে আশাবাদী পরিচালক সৃজিত নিজেই। সৃজিতের মতে, অনেকদিন ধরেই দর্শকরা প্রেমের ছবির অনুরোধ করেছিলেন। সেইজন্যই 'এক্স=প্রেম' করার সিদ্ধান্ত নেন তিনি। একেবারে কলেজ জীবনের প্রেমের গল্পই বলবে এই ছবি। ছবির বিষয় পরিচিত হলেও অন্য সমস্ত ছবির গল্পের চেয়ে একেবারে অন্য ধারার। আর এই ছবিতে ডেবিউ করছেন অনিন্দ্য সেনগুপ্ত ও শ্রুতি দাস। পরিচালকের মতে, নতুন শিল্পীদের সঙ্গে কাজ করতে সবসময় একটা আলাদা ভালো লাগা কাজ করে।