অবশেষে নন্দনে (Nandan) দেখানো হবে 'X=প্রেম'। আনুষ্ঠানিক মুক্তির এক সপ্তাহ পর নন্দনে দেখানো হবে সৃজিত মুখোপাধ্যায়ের (Srijit Mukherji) পরিচালিত এই ছবি। ছবি মুক্তির আগেই নন্দনে শো পাওয়া নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। রাজ চক্রবর্তী (Raj Chakraborty) পরিচালিত 'হাবজি গাবজি' নন্দনে জায়গা পেলেও বাদ পড়েছিল X=প্রেম। কিন্তু মুক্তির দ্বিতীয় সপ্তাহে নন্দনে জায়গা পেল সৃজিত মুখোপাধ্যায়ের এই ছবি।
একই দিনে মুক্তি পাওয়া দু'টি ছবির প্রতি নন্দন কর্তৃপক্ষের দুরকমের আচরণ নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যেই ক্ষোভ উগরে দেন সৃজিত। তার কয়েক ঘণ্টার মধ্যেই তড়িঘড়ি ফেসবুক লাইভ করে সুর নরম করেন সৃজিত। ফেসবুক লাইভে এসে সৃজিত বলেন, নন্দনে তাঁর সিনেমা না আসা নিয়ে তাঁর কোনও সমস্যা নেই, কিন্তু ছবি না দেখানোর কারণ কেন নন্দন কর্তৃপক্ষ তাঁকে জানালেন না, সেই প্রশ্নই তুলেছেন। তিনি আরও বলেন বিষয়টি নিয়ে 'বন্ধু' রাজের সঙ্গে ফোনে কথা হয়েছে তাঁর।
আরও পড়ুন: বিয়ে করলেন রাহুল-রুকমা !পর্দার স্বামী-স্ত্রী এবার বাস্তবে নবদম্পতি ?
ছবি মুক্তির আগের রাতে ফেসবুক পোস্ট করে সৃজিত লেখেন একই দিনে মুক্তি পেতে চলা দুটি ছবির জন্য নন্দন কর্তৃপক্ষের কাছে আবেদন জানানো হয়েছিল। নিয়ম মানা হলে একই সঙ্গে দুটি ছবিরই নন্দনে শো টাইম পাওয়ার কথা, অথবা কোনওটারই পাওয়ার কথা নয়। কিন্তু এ ক্ষেত্রে ৩ জুন মুক্তি পেতে চলা হাবজি গাবজি-ই শুধু জায়গা পেয়েছে। অবশেষে মুক্তির এক সপ্তাহ পরে নন্দনে শো টাইম পেল সৃজিত মুখোপাধ্যায়ের X=প্রেম।