পোস্টার রিলিজ আগেই হয়েছে। এবার মহানায়কের প্রয়াণদিবসে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের (Srijit Mukherjee) নতুন চমক। জানালেন, মহানায়ক উত্তম কুমারের মৃত্যুদিনে সামনে আসতে চলেছে তাঁর অতি সখের ছবি 'অতি উত্তম'-এর (Oti Uttam) ঝলক।
রবিবার সোশ্যাল মিডিয়ায় পরিচালক সৃজিত এই নতুন ছবির পোস্টার শেয়ার করে লিখেছেন, 'প্রতিটি বাঙালির মনের মহানায়ক ফিরছেন বড়পর্দায়। আগামীকাল আসছে তারই প্রথম ঝলক।' একই সঙ্গে তিনি জানিয়েছেন, ক্যামেলিয়া প্রযোজনা সংস্থা থেকে চলতি বছরের ডিসেম্বরেই মুক্তি পাবে এই ছবি।
আরও পড়ুন - নায়ক থেকে 'গায়ক' পরমব্রত, সুর তুললেন 'ইয়ে দিল ভি হামারা হুয়া থা কিসি কা'
সৃজিতের কড়া হোমওয়ার্কেরই ফসল 'অতি উত্তম'। চার বছর ধরে ৬২টা সিনেমা দেখে রীতিমতো রিসার্চ করে এই সিনেমার পোস্টার ডিজাইন করেছেন সৃজিত। চিত্রনাট্যের খসড়া প্রস্তুত করতে গিয়েও বেগ পেতে হয়েছে তাঁকে। ভিএফএক্স-এর মাধ্যমে এই ছবিতে তিনি মহানায়ককে জীবন্ত করে তুলবেন।